মোঃ ইউনুস আলী-নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধিঃ নড়িয়া থানার নতুন হিসেবে (ওসি) অবনী শংকর যোগদান করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমানের বদলি জনিত কারণে বিদায় নিয়েছেন।
রবিবার (১১ এপ্রিল) রাত ১১ টায় যোগদান করেন। এর আগে তিনি সিলেট বিয়ানী বাজারে কর্মরত ছিলেন। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় ছোট উদাসপুরে ১৯৭১ সালে জন্ম গ্রহণ করেন। তিনি যোগদান করার পর আজ মঙ্গলবার সাংবাদিকের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন সস্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীদেরকে ছার দেওয়া হবেনা বলে জানান। যেকোন ব্যাক্তি আমার সাথে দেখা ও কথা বলতে কোন লোক ধরার প্রয়োজন নেই। যেকোন সমস্যা আমাকে জানাতে পারবে। সবসময় আমার সহযোগিতা পাবেন। সবাইকে সরকারি নিদর্শনা মেনে কাজ করার পরামর্শ দেন তিনি।