পটুয়াখালীর গলাচিপায় সৌহার্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় পৌরসভার আনন্দপাড়া যুব সমবায় সমিতির কার্যালয়ে জেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি মো. কালাম চৌকিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের সাথে মত বিনিময় করলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ।
মত বিনিময়কালে কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ প্রতিবন্দীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রতিবন্ধী দেশের বোঝা নয়। সদ ইচ্ছা থাকলে একজন প্রতিবন্ধীও দেশের উন্নয়নে অগ্রণি ভূমিকা রাখতে পারে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে। তবুও জীবনযুদ্ধে সকলকে আবার ঘুরে দাঁড়াতে হবে। প্রতিবন্ধীরা অসহায়। তাই সমাজের বিত্তবান সকলকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো উচিত। আমি বিগত বছরগুলোর ন্যায় সাধ্যমত আপনাদের সহযোগিতা করে যাবো।’ তিনি আরও বলেন, ‘আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশির্বাদে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বচিত হতে পারলে পৌরসভায় প্রতিবন্ধীদের একটি নিজস্ব পাকা ভবন নির্মাণ করে দেব ইনশাল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাত হোসেন আব্বাস, আনন্দপাড়া যুব সমবায় সমিতির সহ সভাপতি মু. শাকুর মোল্লা, উপজেলা সমাজসেবার মাঠকর্মী পঙ্কজ গাঙ্গুলী প্রমুখ।