ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস পালিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটায় প্রথমবারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে।

আজ শনিবার ১৮ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় মৎস্য অধিদপ্তর পটুয়াখালী ও ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের আয়োজনে সমুদ্রসৈকতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ দিবসটির সূচনা করা হয়।

পরে স্থানীয় যুবক ও পর্যটকদের মাঝে ৪ কিলোমিটার এলাকাজুড়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে এক কিলোমিটার বীচ এলাকা পরিচ্ছন্ন করা হয় এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মিজানুর রহমান এবং ওয়ার্ল্ড ফিশের সহকারী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতিসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *