ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
দৌলতদিয়ায় ২৫ হাজার ৪’শ টাকায় বিক্রি হলো ১৮ কেজির কাতল
মোঃ আমিরুল হক,রাজবাড়ী

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় পদ্মা নদীতে গুরুদেব হালদার নামের এক জেলের জালে ধরা পড়া ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির কাতল মাছটি বিক্রি হয়েছে ২৫ হাজার ৪৮০ টাকায়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের সকু মোল্লার আড়ৎ থেকে একটু লাভের আশায় ১ হাজার ৪শ’ টাকা দরে ওই কাতল মাছটি উন্মুক্ত নিলামের মাধ‍্যমে  ক্রয় করে নিয়ে যায় দৌলতদিয়া ঘাটের মাছ ব‍্যবসায়ী মোঃ চান্দু মোল্লা।

এসময় ওই বিশাল আকৃতির মাছটি দেখতে ভির জমায় শত শত উৎসুক জনগণ। পরে মাছটি ফেরি ঘাটে পল্টুনের সাথে মোটা দড়ি দিয়ে নদীতে বেঁধে রাখা হয়। এর আগে ভোর রাতে ওই বিশাল আকৃতির কাতল মাছটি দৌলতদিয়ার ৬ নং ফেরি ঘাট এলাকায় গুরুদেব হালদারের জালে ধরা পড়ে।

এখন সামান‍্য লাভে মাছটি বিক্রির জন‍্য মোবাইল ফোনে দেশের বিভিন্নস্থানের বড় বড় ব‍্যবসায়ীদের সাথে যোগাযোগ করছেন ঘাটের মাছ ব‍্যবসায়ী চান্দু মোল্লা।

উৎসুক জনতার বেশ কয়েকজনের সাথে কথা হয়। এসময় তারা বলেন, আমরা এত বড় মাছ কখনোই দেখি নাই। আজ গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল কাতলটি দেখে অনেক ভালো লাগলো। তবে যে দাম হয়েছে তাতে মধ‍্যবিত্ত, নিম্নবিত্তদের দেখা ছাড়া কেনার উপায় নেই।

x