রজবাড়ীর গোয়ালন্দে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী মনির খানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনাল আদালত। চাঞ্চল্যকর এই মামলার রায়ের সময় মূল আসামী মনির খান আদালতে অনুপস্থিত ছিলো। তবে মামলার অপর দুই আসামীকে খালাস দেওয়া হয় এবং প্রধান আসামী মনির খানকে ১৪ বছরের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেন আদালত।
নারী নির্যাতন দমন ট্রাইব্যূনালের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট উমা সেন জানিয়েছেন মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনালের শারমিন নিগার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী মনির খান শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
এই মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারী সকালে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। ২০১৭ সালের ১৩ মে অপহৃত স্কুল ছাত্রী ফোন করে তার পরিবারের কাছে অপহরণের বিষয়ে জানায়। সে কারণে ওই বছরের ১৩ মে স্কুলছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।