ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
Reporter Name

ভাস্কর সরকার (রাবি প্রতিনিধি): নভেল করোনাভাইরাসে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ১৪ জুন থেকে ১৬ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা থাকলেও পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো হবে আগামী ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে ভর্তি উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ আগস্ট ‘সি’ ইউনিট, ১৭ আগস্ট ‘এ’ ইউনিট ও ১৮ আগস্ট ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে বেলা ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগের তারিখ অনুযায়ী এ ভর্তি পরীক্ষা ১৪-১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এর admission মেনুতেও দেখা যাবে।

One response to “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ”

  1. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/16980 […]

Leave a Reply

Your email address will not be published.

x