রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭ টি ইউনিয়ন ও ৬৩ টি ওয়ার্ড ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি তৌফিক খান সাদিদ ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সাংগঠনিক শক্তি বাড়াতে এবং নতুনদের সুযোগ করে দিতেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া দলকে শক্তিশালী করে গড়ে তোলা ও মাননীয় প্রধানমন্য্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কে সামনের দিকে এগিয়ে নিতে আমরা বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ বদ্ধপরিকর।