নিকেশ বৈদ্য, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে লক ডাউন পালনে প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন মাঠে। সরকার নির্দেশিত লক ডাউন ও স্বাস্থবিধি মানতে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে চলছে অভিযান।
এবারের লক ডাউনের প্রথম দিন ১৪ এপ্রিল বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে স্থানীয় পৌর পয়েন্ট সহ বিভিন্ন স্থানে লক ডাউনের পক্ষে অভিযান চালানো হয়।
তবে এবারই লক ডাউনে ফাঁকা দেখা গেছে পৌর পয়েন্ট সহ বিভিন্ন স্থান। সাধারণ মানুষ মেনে চলেছেন লক ডাউন।