ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
জগন্নাথপুর মইয়ার হাওরে নৌকা বাইচে হাজারো জনতার ঢল
জগন্নাথপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বৈঠাখালি নামক স্থানের মইয়ার হাওরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে জগন্নাথপুর উপজেলা সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা নামকরা অসংখ্য প্রতিযোগি নৌকা অংশ গ্রহণ করে।

১৮ সেপ্টেম্বর শনিবার জগন্নাথপুর পৌর শহরের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে হাওর ও হাওর পাড়ে হাজার হাজার নারী-পুরুষ জনতার ঢল নামে। জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

x