ঢাকা, সোমবার ১৬ জুন ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
মানবিক সাহায্যের জন্য আবেদন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মুমিনুল ইসলাম মাহি। মাত্র ১৬ বছর বয়সে মরণব্যাধী “ব্লাড ক্যান্সার” (লিউকেমিয়া) রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছে। এতো কম বয়সে মরণব্যাধি রোগে আক্রান্ত হয়ে অনিশ্চয়তার জীবন যাপন করছে।

তার বাবা একটা বাসার চৌকিদার। ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যায়বহুল। উনার তেমন সামর্থ্য নেই এতো টাকা দিয়ে মাহিকে চিকিৎসা করানোর। ইতিমধ্যে আত্নীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে টেস্ট করানো হইছে। মরণব্যাধি ব্লাড ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আপনাদের সামর্থ্যানুযায়ী উনাকে সাহায্য করলে হয়তো বেঁচে যেতে পারে একটা নিষ্পাপ প্রাণ।

মাহিকে সামর্থ্যানুযায়ী সাহায্য করতে এগিয়ে আসুন। যারা টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না তারা পোস্টটা শেয়ার দিয়ে সাহায্য করুন।

নামঃ মুমিনুল ইসলাম মাহি, বয়সঃ  ১৬, স্কুলঃ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

রোলঃ ১২. ক্লাসঃ নিউ টেন (বিজ্ঞান বিভাগের ছাত্র)। পিতার চাকুরীঃ বাসার দারোয়ান।

রোগঃ ব্লাড ক্যান্সার। পিতাঃ রমিজ আলী। মাতাঃ মঞ্জু বেগম।

যোগাযোগের ঠিকানাঃ

পেশেন্টের ঠিকানাঃ ১২৩,কাজি জালাল উদ্দীন আ/এ, লোহারপাড়া, কাজিটুলা।

মোবাইল নাম্বারঃ ০১৭২৬৬৫৯৪৯৪(পেশেন্টের মামা)।

01726659494 (Bkash Number).

x