ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২১-২০২২ এর আওতায় দিনাজপুর সদর উপজেলায় কুস্তি কোর্ট ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুর বড় ময়দানস্থ ক্রীড়া পল্লীতে কুস্তি কোর্ট প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
জেলার বিভিন্ন স্কুলের ৪০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ নিয়েছেন। প্রশিক্ষণে কোচের দায়িত্ব পালন করবেন জয়ন্ত কুমার।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ ভলিবল ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার ভলিবলের আহবায়ক সমীরন ঘোষ, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারসহ অন্যান্য খেলোয়াড়বৃন্দ।