ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
রাজশাহী মেডিক্যালে করোনা ওয়ার্ডে মৃত্যু আরও ৬
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে রাজশাহীর ৩ জন,  চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ, ৩ জন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল  শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩৩ জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৮১ টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৭ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

x