ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
এবার চীনে ধাওয়া করছে টাইফুন চানথু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফিলিপিন্স ও তাইওয়ানে তাণ্ডবের পর এবার চীনের সাংহাইয়ের দিকে এগোচ্ছে টাইফুন চানথু।

শক্তিশালী ৫ মাত্রার টাইফুনটি ফিলিপিন্সের উওরাঞ্চলীয় প্রদেশে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূল অতিক্রম করে।

এতে এখন পর্যন্ত কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রচণ্ড বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে চীনের উত্তর উপকূলে উপড়ে গেছে গাছপালা, লণ্ডভণ্ড হয়ে গেছে শত শত বাড়িঘর। ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ৫ মাত্রার ঘূর্ণিঝড়টি আঘাত হানে ফিলিপিন্সের উওরাঞ্চলীয় প্রদেশ বাতানিসে।

ইতোমধ্যে দেশটির উত্তরাঞ্চলে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

চান্থূর প্রভাবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া শত শত বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা।

এদিকে রোববার ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি ৩ মাত্রার সামুদ্রিক ঝড়ে রূপ নিয়ে তাইওয়ানের পূর্ব উপকূলের অর্কিড আইল্যান্ডে তাণ্ডব চালায়। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারি বৃষ্টির কারণে তাইওয়ানে সব ধরনের বিমান ও ট্রেন চলাচল সীমিত পরিসরে চলার ঘোষণা দিয়েছে সরকার।

প্রবল বৃষ্টিপাতের কারণে তাইওয়ানের রাজধানী তাইপেইসহ উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে দুর্যোগপ্রবণ এলাকা থেকে অন্তত দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে টাইফুন চানথুর ক্রমেই দুর্বল হয়ে চীনের সাংহাই শহরের দিকে এগোচ্ছে বলে আগাম সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। সোমবার থেকে শহরটিতে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে তারা।

One response to “এবার চীনে ধাওয়া করছে টাইফুন চানথু”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.com/tr/register?ref=IJFGOAID

Leave a Reply

Your email address will not be published.

x