১২ সেপ্টেম্বর ২০২১,ঈশ্বরদী-লালপুর সড়কে দুর্ঘটনার কবলে পরে এশিয়ান টিভি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার নাটোরের স্টাফ রিপোর্টার পায়েল হোসেন রিন্টু আহত হয়েছেন। গত রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাংবাদিক পায়েল হোসেন রিন্টু জানান, ঈশ্বরদী থেকে নাটোরের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। বেহাল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের একপাশে ছিটকে পড়েন। এতে তার মাথা এবং মুখে বেশ আঘাত পেয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরী বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়। তার পরিবার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রর্থনা করেছেন।