ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
রশিদ নগরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী আহত 
স্টাফ রিপোটার,ঈদগাঁও 
রশিদনগরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে।
১ সেম্পম্বর সকাল ৬টার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা নামক স্থানে রুপা নামের এক শিক্ষার্থী সকালে মক্তবে যাওয়ার সময়  নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়া সিমেন্ট বোঝাই ট্রাকে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। সে স্থানীয় জেটি পাড়ার মো: হানিফের কন্যা। রুপা ব্রাক স্কুলের শিক্ষার্থী বলে জানা যায়। আহত রুপার মাথা ও পায়ে ব্যাপক জখম লাগে।
রুপাকে ঈদগাঁও বাজারের দক্ষিন পাশে নিউরন মেডিকেল ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করা হয়। খবর পেয়েই আহত রুপাকে দেখতে আসে হাইওয়ে পুলিশের একটি টিম।
রুপার পিতা হানিফ জানান, সকালে রাস্তার এক পাশ দিয়ে রুপা মক্তবে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়া সিমেন্ট গাড়ীর ধাক্কার গুরুত্বর আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
x