ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বাবার পিছু নিয়ে গাড়ির চাকায় পিষ্ট শিশু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মুরগি বহনকারী গাড়িচাপায় সায়েম (৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার ( ২৮ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর ১১ নম্বর আদর্শনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আদর্শনগর এলাকার ২২ তলা গার্মেন্টের সামনে একটি আড়তে মুরগি আনলোড করে গাড়িটি অন্যত্র যাচ্ছিল। ওই সময় ছোট্ট সায়েম তার বাবার পিছু পিছু রাস্তায় বের হয়।

১৩ নম্বর গলির পশ্চিম পাশে পৌঁছামাত্র দ্রুতগতির মুরগির গাড়ির সামনের চাকার নিচে চাপা পড়ে শিশুটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সায়েম।

স্থানীয়রা গাড়িটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।

সায়েমের মা রোজী বেগম জানান, সকালে তার স্বামী মুরগি জবাই দিতে রাস্তায় বের হন। ওই সময় সায়েমও তার পিছু নেয়। ছেলে যে তার পিছু নিয়েছে তা জানত না তার বাবা। এর কিছু সময় পরই দুর্ঘটনার শিকার হয় সায়েম।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম সংবাদমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *