ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত-৩ জন
রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যানের চালকসহ ৩ জন নিহত হয়েছে, এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
বুধবার (২৫ আগস্ট) সকালে সলঙ্গা থানার পাঁচলিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের অটো ভ্যানচালক খোদাবক্স, হায়দার আলী ও শাহাদৎ হোসেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানায়, বুধবার সকালে একটি অটোভ্যান যাত্রী নিয়ে মহাসড়ক পার হচ্ছিল।
এ সময় দ্রুতগামী একটি রডবোঝাই কাভার্ডভ্যান ওই অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে অটোভ্যানের চালক খোদাবক্স ও যাত্রী হায়দার আলী ও শাহাদৎ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হয় আরও ২ জন।
তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পাঁচলিয়া বাজারের ব্যবসায়ী হাসান আলী জানান, সকালে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলাম।
এমন সময় দেখতে পায় পাঁচলিয়া বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোভ্যান রাস্তার ওপারে পার হওয়ার সময় তীব্র গতিতে আসা মালবোঝাই একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়।
এ সময় অটো ভ্যানটি দুমড়েমুচড়ে মহাসড়কের পাশে উল্টে যায়। চাপা দিয়ে কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়,মহাসড়কে তিন চাকার পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলে তা অমান্য করেই স্থানীয় কিছু অটোভ্যান চালক যাত্রী নিয়ে চলাচল করে।আমরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে এসব অবৈধ যানবাহন আটক করি। তারপরও পুলিশে চোখ ফাঁকি দিয়ে তারা চলাচল করে থাকে।যে কারণে এসব দুর্ঘটনা ঘটছে। তবে অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে পুলিশি অভিযান বাড়ানো

8 responses to “সিরাজগঞ্জে উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত-৩ জন”

  1. Zvuviy says:

    lasuna cost – buy generic himcolin oral himcolin

  2. Hpgjiz says:

    besivance brand – sildamax order online purchase sildamax generic

  3. Vvonyq says:

    how to buy gabapentin – oral sulfasalazine 500 mg purchase azulfidine online cheap

  4. Vasajv says:

    purchase probenecid online cheap – buy generic carbamazepine over the counter tegretol 400mg generic

  5. Nprzgu says:

    buy celebrex – how to buy indomethacin order indocin 50mg pills

  6. Cpsqjq says:

    where can i buy colospa – buy etoricoxib cheap generic pletal 100 mg

  7. Gmauqj says:

    buy voltaren 50mg sale – aspirin usa order generic aspirin

  8. Emittj says:

    cheap rumalaya generic – oral elavil 50mg endep 50mg cheap

Leave a Reply

Your email address will not be published.

x