ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত-৫
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কক্সবাজারের ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে টম টমের মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

১৪ সেপ্টম্বর সকাল সাড়ে দশটার দিকে চৌফল দন্ডী সড়কের জুমবাড়ী মসজিদ ত্রিমুখী পয়েন্টে

এই সড়ক দূর্ঘটনাটি সংগঠিত হয়। ঈদগাঁও এবং চৌফলদন্ডীমুখী দুটি টমটমের মুখোমুখি ধাক্কায় গাড়ীতে থাকা ৪/৫ জন যাত্রী আহত হয় বলেও প্রত্যাক্ষদর্শীরা জানান। টমটম দুটি ঘটনাস্থলেই ধুমড়ে মুছড়ে যায়। আহতদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয় বলেও জানান অনেকে। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

তবে সচেতন মহলের মতে, সড়ক-উপসড়কেই অদক্ষ ও অল্প বয়সী তরুনদের হাতে যানবাহন থাকায় প্রায়শ সড়ক দূর্ঘটনার মত ঘটনা ঘটেই যাচ্ছে। অনিয়মতান্ত্রিক যানবাহন চলাচল বন্ধের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *