ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার যুক্তিতর্কের শুনানি পেছালো
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অভিযোগ গঠনে ত্রুটি থাকায় পিছিয়ে গেল বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার যুক্তিতর্ক।

১৪ সেপ্টেম্বর পুনরায় আত্মপক্ষ সমর্থনে শুনানির দিন ধার্য করেছে আদালত। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এই নির্দেশ দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

এর আগে, গত বছরের ১৫ সেপ্টেম্বর পলাতক ৩ আসামিসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এরও আগে, ২০১৯ সালের ১৩ নভেম্বর ডিবির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী পিটিয়ে হত্যা করে।

x