ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
গণটিকা কার্যক্রমে দ্বিতীয় ডোজ দেয়া শুরু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনার গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। সকাল ৯টা থেকে দেশব্যাপী একযোগে টিকা দেয়া শুরু হয়।

দ্বিতীয় ডোজ নিতে সকাল থেকে রাজধানীর টিকা কেন্দ্রেগুলোর বাইরে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। টিকা পেতে ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে। ৭ ও ৮ই আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছেন তারা আজ একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

একইভাবে যারা ৯ই ও ১০ই আগস্টে টিকা নিয়েছিলেন, তারা ৮ই সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ই আগস্ট টিকা নিয়েছেন, তারা ৯ই সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ নেবেন। সবাইকে অবশ্যই টিকা কার্ড সঙ্গে রাখতে হবে।

গত ৭ই আগষ্ট দেশব্যাপী একযোগে গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ দেয়া হয়। এই কার্যক্রমের অংশ নিয়ে দেশব্যাপী ৫০ লাখ ৭১ হাজার মানুষ প্রথম ডোজ নেন।

x