ঢাকা, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
একদিন পিছিয়ে শনিবার সরকার গঠনের ঘোষণা দিলো তালেবান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আফগানিস্তানের নতুন সরকার গঠনের ঘোষণা একদিন পিছিয়ে আগামীকাল শনিবার করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন দলটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে, তালেবানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মুফতি ইনামুল্লাহ সামানগানি বলেছেন, ‘নতুন সরকার নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত এবং মন্ত্রিসভার বিষয়ে প্রয়োজনীয় আলোচনা হয়েছে।’

সরকারের নেতৃত্বে থাকছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গণি বারাদার। তার সঙ্গে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব, শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই। নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ পর্যায়ের এক তালেবান কর্মকর্তা বলেন, দলের গুরুত্বপূর্ণ নেতারা সবাই কাবুলে পৌঁছেছেন। এক

সূত্র জানায়, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ধর্মীয় বিষয় এবং ইসলামের আলোকে শাসন পরিচালনায় বিষয় দেখভাল করবেন। জানা গেছে, ইরানের ধাঁচে সরকার গঠন করতে চায় তালেবান। সেক্ষেত্রে সর্বোচ্চ নেতা হতে পারেন দলের প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

Leave a Reply

Your email address will not be published.

x