ঢাকা, রবিবার ০৯ মার্চ ২০২৫, ১০:২২ অপরাহ্ন
মডার্নার আরও ১০ লাখ টিকা ব্যবহার না করার ঘোষণা জাপানের
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মডার্নার আরও ১০ লাখ ডোজ টিকা বাতিল করেছে জাপান। টিকায় ক্ষতিকর উপাদানের উপস্থিতি এবং ভ্যাকসিন নেওয়ার পর দেশটিতে দুই ব্যক্তির মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

এ পর্যন্ত দেশটি প্রায় ২৬ লাখ ডোজ মডার্নার টিকা ব্যবহার না করার ঘোষণা দিল।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে— মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক দিন পর চলতি মাসে ওই দুজন মারা যান।

সরকার বলছে, কোনো নিরাপত্তা বা কার্যকারিতা সমস্যা চিহ্নিত করা হয়নি। স্থগিতাদেশ একটি সতর্কতা ছিল। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে টিকায় অন্য উপাদান পাওয়ার পর জাপান গত সপ্তাহে দেশজুড়ে ৮৬৩টি টিকাদানকেন্দ্রে পাঠানো মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ বন্ধ রাখার নির্দেশ দেয়।

তারও সপ্তাহখানেক আগে জাপানে টিকাটি বিক্রি ও সরবরাহের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যালস টিকার কিছু শিশিতে দূষণের খবর পায়।

x