সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (মেট্রোরেলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪৩টি পদে মোট ১৩০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ-সংখ্যা : ৪৩টি ভিন্ন পদে মোট ১৩০ জনকে নিয়োগ দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি (ভোকেশনাল) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ভাতা : বিভিন্ন পদের জন্য কোম্পানির বেতন স্কেল (গ্রেড) অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে (www.dmtcl.gov.bd) এই ঠিকানায়।
ঠিকানা : ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এ্যালিফেন্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।
আবেদনের সময়সীমা : প্রার্থীরা আগামী ৩১ আগস্ট, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : www.dmtcl.gov.bd