ঢাকা, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
জনবল নেবে যবিপ্রবি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শূন্যপদে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।  স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা যোগ্যতা অনুযায়ী সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের বিস্তারিত
১. অধ্যাপক, বিভিন্ন বিভাগে মোট পদ সংখ্যা ৪ জন। বেতন ৫৬৫০০/- থেকে ৭৪৪০০/-, বয়স- অনির্দিষ্ট।

২. সহকারী অধ্যাপক, বিভিন্ন বিভাগে মোট পদ সংখ্যা ৪ জন। বেতন ৫০০০০/- থেকে ৭১২০০/-, বয়স- অনির্দিষ্ট।

৩. উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা, পদ সংখ্যা ১ জন। বেতন ৪৩০০০/- থেকে ৬৯৮৫০/-, বয়স- ৪৫ বছর।

৪. সিনিয়র চিকিৎসা কর্মকর্তা, পদ সংখ্যা ১ জন। বেতন ৩৫৫০০/- থেকে ৬৭০১০/-, বয়স- ৩৫ বছর।

৫. সহকারী রেজিস্ট্রার, পদ সংখ্যা ২ জন। বেতন ২৯০০০/- থেকে ৬৩৪১০/-, বয়স- ৩৫ বছর।

৬. একান্ত সচিব, পদ সংখ্যা ২ জন। বেতন ২৯০০০/- থেকে ৬৩৪১০/-, বয়স- ৩৫ বছর।

৭. সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, পদ সংখ্যা ২ জন। বেতন ২৯০০০/- থেকে ৬৩৪১০/-, বয়স- ৩৫ বছর।

৮. প্রভাষক, বিভিন্ন বিভাগে মোট পদ সংখ্যা ১৩ জন। বেতন ২২০০০/- থেকে ৫৩০৬০/-, বয়স- অনির্দিষ্ট।

৯. তথ্য কর্মকর্তা, পদ সংখ্যা ১ জন। বেতন ২২০০০/- থেকে ৫৩০৬০/-, বয়স- ৩০ বছর।

১০. যানবাহন কর্মকর্তা, পদ সংখ্যা ১ জন, বেতন ২২০০০/- থেকে ৫৩০৬০/-, বয়স- ৩০ বছর

১১. সহকারী প্রোগ্রামার, পদ সংখ্যা ১ জন। বেতন ২২০০০/- থেকে ৫৩০৬০/-, বয়স- ৩০ বছর।

১২. চিকিৎসা কর্মকর্তা, পদ সংখ্যা ১ জন। বেতন ২২০০০/- থেকে ৫৩০৬০/-, বয়স- ৩০ বছর।

১৩. সহকারী অর্থ কর্মকর্তা, পদ সংখ্যা ১ জন। বেতন ১৬০০০/- থেকে ৩৮৬৪০/-, বয়স- ৩০ বছর।

১৪. সহকারী বাজেট কর্মকর্তা, পদ সংখ্যা ১ জন। বেতন ১৬০০০/- থেকে ৩৮৬৪০/-, বয়স- ৩০ বছর।

১৫. সহকারী অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, পদ সংখ্যা ১ জন। বেতন ১৬০০০/- থেকে ৩৮৬৪০/-, বয়স- ৩০ বছর।

১৬. সহকারী ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা ১ জন। বেতন ১৬০০০/- থেকে ৩৮৬৪০/-, বয়স- ৩০ বছর।

১৭. ড্রাইভার, পদ সংখ্যা ৬ জন। বেতন ৯৭০০/- থেকে ২৩৪৯০/-, বয়স- ৩০ বছর।

১৮. বাস হেলপার, পদ সংখ্যা ২ জন। বেতন ৮২৫০/- থেকে ২০০১০/-, বয়স- ৩০ বছর।

বিভিন্ন পদের প্রতিটির জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। এসব পদের আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। আবেদনপত্র দেখুন—

আবেদনের নিয়ম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফরম https://www.just.edu.bd/ -এ আবেদন করতে হবে। পরে আবেদনপত্রের নমুনা সংগ্রহ করে রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮ বরাবর পৌঁছাতে হবে।

আবেদনের শেষ সময়
আগ্রহীরা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।

9 responses to “জনবল নেবে যবিপ্রবি”

  1. Jbvttw says:

    buy lasuna paypal – himcolin over the counter himcolin cheap

  2. Fjszjg says:

    purchase besifloxacin online – buy besifloxacin medication cheap sildamax sale

  3. Ndjdgg says:

    neurontin 800mg tablet – order gabapentin 100mg cheap sulfasalazine 500mg

  4. Boberg says:

    purchase probalan for sale – probenecid 500 mg drug tegretol order online

  5. Qxotbu says:

    purchase celecoxib generic – celebrex 200mg for sale indocin pill

  6. Ghvhoh says:

    colospa 135 mg price – cheap arcoxia 60mg purchase pletal generic

  7. Rsttlh says:

    buy diclofenac 50mg generic – buy generic cambia aspirin pills

  8. Xavljt says:

    rumalaya pills – buy cheap generic rumalaya order amitriptyline

  9. Avjeaq says:

    pyridostigmine 60 mg drug – azathioprine 50mg cheap buy imuran online

Leave a Reply

Your email address will not be published.

x