ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
করোনায় বরিশাল বিভাগে আরো ৬ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্তের দিন ১২ জনের মৃত্যু

করোনা সংক্রমণে বরিশাল বিভাগে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১৩২ জন।

আজ রবিবার (২৯ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এসব তথ্য জানিয়েছেন।

ডা. বাসুদেব জানান, বিভাগে গত ২৪ ঘণ্টায় মৃত  ছয়জনের মধ্যে বরিশালে দুইজন, ভোলায় দুইজন, পিরোজপুরে একজন ও বরগুনায় একজন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা এ পর্যন্ত মারা গেছেন ৬৫৪ জন।

আর এ পর্যন্ত বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫৮৫ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৭ জন, যা নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৩৫৮ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৪৮ জন নিয়ে ১৭ হাজার ৭৮৭ জন, পটুয়াখালীতে নতুন ২৩ জন নিয়ে ছয়  হাজার ১০ জন, ভোলায় নতুন ৩৪ জনসহ ছয় হাজার ৪০৪ জন, পিরোজপুরে নতুন সাতজনসহ পাঁচ হাজার ১৪৮ জন, বরগুনায় নতুন ১৩ জনসহ তিন হাজার ৭১১ জন ও ঝালকাঠিতে নতুন সাতজন নিয়ে চার হাজার ৫২৫ জন রয়েছেন।

x