ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মাদরাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুমাজপুর দারুল আবরার কওমী হাফিজিয়া মাদরাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদরাসা শিক্ষককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১২। শিশুটি নলছিয়া গ্রামের মাসুদ রানার ছেলে।

ধর্মীয় শিক্ষার জন্য কুমাজপুর দারুল আবরার কওমী মাদরাসায় ভর্তি করে আবাসিক বোডিং থেকে লেখাপড়া করায় অভিভাবক। গত (১১ আগস্ট) রাতে ঐ মাদরাসার শিক্ষক আবু রায়হান শিক্ষার্থীকে কাছে ডেকে নিয়ে বলাৎকার করে। এ বিষয়টি প্রকাশ না করতে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয় ছাত্রকে। এভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ছাত্রটিকে বলাৎকার করে।
এক সময় বিষয়টি শিক্ষার্থী তার অভিভাবককে জানায়। পরে অভিভাবক মাদরাসা ম্যানেজিং কমিটির কাছে জানালে কাউকে না বলার অনুরোধ করেন এবং ন্যায় বিচারের আশ্বাস দেয়। এই সুযোগে আসামী আত্মগোপণ করে।
এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার সলঙ্গা থানায় মামলা দায়ের করে এবং র‌্যাব-১২ এর কাছে আসামীকে আটক করার আকুতি জানালে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর সহকারী পুলিশ সুপার মি. জন রানার নেতৃত্বে র‌্যাব-১২ এর বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে আসামী আবু রায়হান কে ঢাকা ভাটরা থানার বাড্ডা এলাকা হতে শুক্রবার (২৭ আগস্ট) ভোর সোয়া ৫ টার দিকে আটক করে।

আটক আবু রায়হান (২৪) সলঙ্গা থানার নলকা ইউনিয়নের তিন নান্দিনা খোলাপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। পরে আটককৃত আসামীকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *