ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
স্বর্ণের বার ডাকাতি: রিমান্ডে মুখ খোলেননি ডিবির ওসিসহ ৬ পুলিশ
ফেনী প্রতিনিধি

ফেনীতে স্বর্ণ ডাকাতির মামলায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও এখনও মুখ খোলেননি ডিবির বরখাস্তকৃত ওসি মো. সাইফুল ইসলাম ভূঁইয়াসহ ছয় পুলিশ সদস্য। এ ছাড়া ঘটনার ২০ দিনেও পাঁচটি বার উদ্ধার হয়নি বলে জানা গেছে।

স্বর্ণের বার উদ্ধার, ডাকাতি ও লুটের বিষয়ে তৃতীয় দফা রিমান্ড শেষে শুক্রবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত আসামিদের তোলা হয়। পরে আদালত তাদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে রাতে মামলার তদন্ত কমকর্তা মো. শাহ আলম যুগান্তরকে জানান ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খোলেননি ডিবির বরখাস্তকৃত ওসি সাইফুল ও পাঁচ পুলিশ সদস্যরা। ফলে তৃতীয় দফা রিমান্ড শেষে শুক্রবার আদালতের মধ্য দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশের একটি সূত্র জানায়, আটক আসামিরা রিমান্ডে ছিলেন জামাই আদরে। তাই এবারও কোনো তথ্য মেলেনি। একই সঙ্গে পাঁচটি বারও উদ্ধার হবে না।

গত মঙ্গলবার তাকে রিমান্ডে নেওয়ার জন্য ফেনী জেলা কারাগার থেকে শহরের হাজারি রোডের পিবিআই কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে পুলিশের এই কর্মকর্তাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে গত ১৯ আগস্ট আদালতে হাজির করে ডিবির বরখাস্তকৃত ওসি মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. শাহ আলম।

২২ আগস্ট শুনানি শেষে ডিবি ওসি সাইফুলকে তৃতীয়বারের মতো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম জানিয়েছেন, পাঁচটি স্বর্ণের বার উদ্ধার, ডাকাতি ও লুটের বিষয়ে মামলার প্রধান আসামি ডিবির ওসি সাইফুল ইসলামকে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসব বিষয়ে রিমান্ডে তিনি ক্লিয়ার কোনো তথ্য দেননি। চলমান রিমান্ডে ক্লিয়ারভাবে কোনো তথ্য না দিলে তদন্তের স্বার্থে তার আবারও রিমান্ড আবেদন করা হবে।

8 responses to “স্বর্ণের বার ডাকাতি: রিমান্ডে মুখ খোলেননি ডিবির ওসিসহ ৬ পুলিশ”

  1. Ixlcdt says:

    order generic lasuna – where to buy himcolin without a prescription purchase himcolin online cheap

  2. Trobpr says:

    buy generic besivance – sildamax tablets sildamax without prescription

  3. Rjjruy says:

    order gabapentin 100mg online – buy neurontin 100mg online cheap azulfidine 500mg oral

  4. Ydhiba says:

    cost probenecid 500 mg – order probenecid 500 mg generic carbamazepine online order

  5. Efulpa says:

    brand celebrex – buy flavoxate generic purchase indocin generic

  6. Sywfkc says:

    order colospa – colospa 135 mg pills buy pletal 100mg online

  7. Tumiuu says:

    diclofenac 50mg cost – buy diclofenac 100mg aspirin 75mg usa

  8. Mosuid says:

    oral rumalaya – buy rumalaya generic order elavil 10mg pills

Leave a Reply

Your email address will not be published.

x