ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
বাগেরহাটে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে গভীর রাতে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে গ্রামবাসিরা। বৃহস্পতিবার ভোর রাতে কচুয়া উপজেলার সদরের মধ্যপাড়া গ্রামের একটি সড়কের পাশ থেকে ওই ছেলে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়রা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর রাতে বাচ্চার কান্নার শব্দ শুনে স্থানীয়রা রাস্তার পাশে বস্ত্রহীন অবস্থায় নবজাতককে দেখতে পান। পরে একটি কাপড়ে পেচিয়ে নবজাতককে থানায় নিয়ে আসে। ধারণা করছি ভূমিষ্ট হওয়ার এক দেড় ঘন্টার মধ্যেই বাচ্চাটিকে ফেলে দেওয়া হয়েছে। কারন সেসময়ে নাড়ীকাটা স্থান থেকে বাচ্চাটির রক্তক্ষরণ হচ্ছিল। নবজাতক শিশুটি শারীরিক ভাবে অসুস্থ্য থাকায় তাৎক্ষনিত ভাবে শিশুটিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের তত্ত¡বধায়নে শিশুটিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এই শিশুর অভিভাবকদের চিহ্নিত করতে পুলিশ কাজ করেছে।

এর আগে গত ৭ জুন বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর এলাকার সাইদুলের চায়ের দোকানের পিছনে একটি ক্যারাম বোর্ডের উপর থেকে একটি মেয়ে নবজাতক উদ্ধার করে পুলিশ। এর আগে ২০২০ সালের ৩০ অক্টোবর মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বাগান থেকে একটি ছেলে নবজাতককে উদ্ধার করে স্থানীয়রা।

4 responses to “বাগেরহাটে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার”

  1. It’s amazing to go to see this website and reading the views of all colleagues on the topic of this paragraph, while I am also eager of getting familiarity.

  2. Terrific post however I was wanting to know if you could write a litte more on this topic?
    I’d be very grateful if you could elaborate a little bit further.
    Cheers!

  3. Hello this is kinda of off topic but I was wanting to know if blogs use WYSIWYG editors or if you
    have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding
    know-how so I wanted to get guidance from someone with experience.
    Any help would be enormously appreciated!

  4. Thank you, I’ve recently been looking for information approximately this topic
    for a while and yours is the best I have found out till now.
    However, what concerning the conclusion? Are you
    certain in regards to the source?

Leave a Reply

Your email address will not be published.

x