মাত্র একদিন পর ২০ সেপ্টেম্বর বাগেরহাট জেলার ৬৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন। শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচন। প্রার্থী, প্রার্থীর কর্মী-মর্থকদের প্রচার-প্রচরনায় মুখরিত হয়ে উঠেছে পাড়া মহল। এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মাথা ব্যাথা দলীয় বিদ্রোহী প্রার্থী। নিজের দলের বিদ্রোহী প্রার্থীরা ঘুম কেড়ে নিয়েছেন নৌকা প্রতিকের প্রার্থীর। তবে ভেদাভেদ ভুলে উন্নয়নের আসায় দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য জেলা ও উপজেলা পরযায়ের নেতারা বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করে নানা প্রতিশ্রæতি দিচ্ছেন।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিক দিয়েছেন। বঙ্গবন্ধুর নৌকা নিয়ে আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। জয় আমাদেরই হবে। আমি বিজয়ী হলে এই ইউনিয়ন থেকে মাদক ও সন্ত্রাসকে বিতারিত করব। এলাকার মানুষের জন্য বাসযোগ্য এইটি সুন্দর ইউনিয়ন উপহার দেওয়ার আশ্বাস দেন ।