রাজশাহীর বাগমারা উপজেলায় মাদক বিরোধী অভিযানে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চৌকিরপাড়া মহল্লার দুর্গাপুর রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কুখ্যাত হেরোইন ও ইয়াবা ব্যবসায়ী পারুল বেগম (৪৫), তার তিন নাম্বার স্বামী মুনসুর রহমান (৫৮),ছেলে পারভেজ হোসেনকে (৩০) এবং বড় বোন কহিনুর বেগম (৫১) কে গ্রেপ্তার করা হয়।
সেই সাথে ১৬ পিচ ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, বুধবার রাতে তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চৌকিরপাড়া মহল্লার পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত হেরোইন ও ইয়াবা ব্যবসায়ী নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে রাজশাহী জেল হাজতে পাঠানো হয়েছে।