নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা রকেট মেইল ট্রেনের সাথে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যান। চিলাহাটির সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়েছে।
আজ (২৪শে আগস্ট) মঙ্গলবার ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের চিলাহাটি কাজিরহাট গ্রামের ধওলাঘুণ্টি রেলক্রসিং এলাকায় সকাল ৭ টার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি ধওলাঘুণ্টি রেলক্রসিং পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রাক রেললাইনে ঢুকে পড়লে ট্রাককে সজোরে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে রেলের পাশে পড়ে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার শিকার রকেট মেইলের ভিতরে ট্রাকের চাকা ঢুকে যায়।
চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফুল হক জানান, সকাল ৭টায় খুলনাগামী রকেট মেইল পরবর্তী স্টেশন ডোমারের উদ্দেশ্যে ছেড়ে যায়। কাজিরহাট এলাকায় একটি ট্রাকের সাথে ট্রেনটির সংঘর্ষ হয়। রিলিফের ট্রেন এসে ট্রেনটি উদ্ধার না হওয়ায় গত ৪ ঘণ্টা যাবৎ রেলযোগাযোগ বন্ধ রয়েছে।