এম আবু হেনা সাগর,ঈদগাঁও :জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতি দাবীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ঈদগাঁও থানা শাখার নেতৃবৃন্দরা ১২ এপ্রিল দুপুর ১২টায় সদর উপ জেলা নির্বাহী অফিসার সুমাইয়া আক্তার সুইটির মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএমএসএফ ঈদগাঁও থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিন ( রুপালী সৈকত),সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর (কক্সবাজার প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু (দৈনিক মেহেদী) ও আলা উদ্দিন।
স্মারকলিপি প্রদানকালে ‘বিএমএসএফের’ নেতৃ বৃন্দরা বলেন, জাতীয় গণমাধ্যম সপ্তাহটি সারা দেশের সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় এটি বিশেষ গুরুত্ব পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।