ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁওতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে প্রয়াতদের স্বরনে এক স্মৃতি চারণ সভা অনুষ্টিত হয়েছে।
৩০শে আগস্ট সকাল এগারটায় ঈদগাঁও কালী মন্দিরের অফিস প্রাঙ্গনে প্রয়াত দেবাশীষ ভট্রা চার্য্য অনিক,যুগেশ আনন্দ দাশ,সুমন দে (মনো রজ্ঞন) স্বরনে এই স্মৃতিচারন সভা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক সমীর রুদ্রের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জিকু দাশ সুব্রতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও কালি মন্দির কমিটির উপদেষ্টা মৃনাল কান্তি আচার্য্য,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক মেম্বার বাবুল দে।
এতে উপস্থিত ছিলেন, শিক্ষক রাজন আচার্য্য, বিকাশ প্রনয় দে,রতন কান্তি দে, ঝন্টু দে, অরুন শর্মা, লিটন দে, আপন দে,মিটন দে,বিন্ডু আচার্য্য, পলাশ দে,সুমন কান্তি দে,রুপনা পাল,পলাশ ভট্র চার্য্যসহ শোকাহত পরিবারের সদস্যবৃন্দরা।