ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন
এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনও তালেবানকে স্বীকৃতি দেয়নি বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট উর্সুলা ভন দার লেয়েন।

শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদে ইইউ’র সঙ্গে কাজ করা আফগান নাগরিকদের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী এই প্রধান জানান, তারা এখনও তালেবানের সঙ্গে আলোচনায় বসেননি।

গত রোববার আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবান কোনো ধরনের রক্তপাত ছাড়াই কাবুল দখল করে। রাশিয়া, চীন জানিয়েছে- তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেবে। যুক্তরাষ্ট্র বলছে, তারা তালেবানের কর্মকাণ্ড দেখে তারপর স্বীকৃতির বিষয়টি ভাববেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ভন দার লেয়েন বলেন, তিনি আফগানিস্তানে মানবিক সহায়তা ৫৭ মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে ৬৭ মিলিয়ন ইউরো করার প্রস্তাব দেবেন।

ইউরোপীয় ইউনিয়নের এই নির্বাহী প্রধান বলেন, ইইউ উন্নয়ন সহায়তা- মানবিক অধিকার, সংখ্যালঘুদের সঙ্গে যথার্থ আচরণ এবং নারী এবং তরুণীদের অধিকারের প্রতি সম্মান জানায়। তালেবান পরিবর্তন হয়েছে এটা আমরা শুনে থাকতে পারি, কিন্তু আমরা কর্মকাণ্ডের ওপর তাদেরকে মূল্যায়ন করব। যেসব ইইউ দেশ আফগান শরণার্থীদের আশ্রয় দিচ্ছে ইইউ তাদেরকে তহবিল দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

x