ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
ডেঙ্গি রোগী ছাড়াল ১৪ হাজার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গি। প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমণ। চলতি বছরে শনাক্ত রোগী ছাড়িয়েছে ১৪ হাজার।

২৪ ঘণ্টায় দেশে আরও ৩২১ জন ডেঙ্গি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন ২৪৬ জন।

ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৭৫ জন। আগের দিন শনাক্ত হয় ৩১৯ জন। সব মিলিয়ে চলতি বছরে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ২২১ জন।

এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন। দেশে ডেঙ্গিতে চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টেই মারা গেছেন ৩৪ জন। জুলাইতে ১২ আর চলতি মাসে আটজন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, চলতি মাসেই তিন হাজার ৮৬৫ জন ডেঙ্গি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গি রোগীর সংখ্যা এক হাজার ২৭১ জন।

এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগী আছেন এক হাজার ৮০ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৯১ জন।

3 responses to “ডেঙ্গি রোগী ছাড়াল ১৪ হাজার”

  1. We’re a group of volunteers and starting a new scheme in our community.
    Your web site provided us with valuable information to work on.
    You have done a formidable job and our entire community will be thankful to you.

  2. hi!,I love your writing very a lot! share we
    keep up a correspondence more approximately your post on AOL?
    I require a specialist in this area to resolve my problem.
    Maybe that’s you! Having a look forward to see you.

  3. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published.

x