বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান বলেন, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) এর শাহাদাতবরণ ইসলামের ইতিহাসে এক হৃদয়বিদারক ঘটনা। হুসাইন (রা.) এর শাহাদাতের মধ্য দিয়ে পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে গেছেন। অপরদিকে ইয়াযীদ এ ন্যাক্কারজনক ঘটনার জন্য ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপিত হয়েছে। যুগ যুগ ধরে ইয়াযীদ তিরস্কৃত হয়ে আছে ইতিহাসের পাতায়। ইয়াযীদের উত্তরসূরীরাই ইয়াযীদকে একজন ন্যায়বান শাসক হিসেবে প্রচার করার ঘৃণ্য অপচেষ্টা করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোনো আশিকে রাসূল ইয়াযীদের মতো পাপিষ্ঠের প্রশংসা করতে পারে না।গতকাল ১৮ আগস্ট বুধবার, সকাল ১১ টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা আয়োজিত পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট পূর্ব জেলার সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেলের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা শেহাব উদ্দিন আলিপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন, সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি হাফিয সাদ উদ্দিন ও সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক শেখ রেদওয়ান হোসেন।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক লাবিবুর রহমান লাভলু, হাফিয হোসাইন আহমদ, সহ প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, মো. আব্দুল মালিক, অফিস সম্পাদক এহসান মো. শামীম, সহ অফিস সম্পাদক এবাদুর রহমান কবির, ফয়জুল ইসলাম, ফজল আহমদ রেজওয়ান, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সামাদ, সহ প্রশিক্ষণ সম্পাদক সাইদুল ইসলাম, জায়দুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর, সদস্য আরিফুর রহমান চৌধুরী, জুবেল আহমদ, হাফিয জামিল আহমদ, জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু ছাঈদ মো. আশিক, গোলাপগঞ্জ উপজেলা (উত্তর) সভাপতি গোলজার আহমদ খান জামি, কানাইঘাট উপজেলা সভাপতি তাজ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর সভাপতি জাহাঙ্গীর হোসাইন, বিয়ানীবাজার পৌর সভাপতি সোয়াইব আহমদ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি মো. শরীফ উদ্দিন, শাহপরাণ থানা সভাপতি আমিনুল এহসান জাবির, বিয়ানীবাজার সরকারি কলেজ সভাপতি ইয়াকুব বিন শাকিল, জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক আবুল হাসান, গোলাপগঞ্জ উপজেলা (দক্ষিণ) সাধারণ সম্পাদক আবু তায়্যিব রুবেল, জকিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন প্রমুখ।