ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে শোক দিবস উপলক্ষে অসহায়দের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে গরীব দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় নিজেদের খাবার বাঁচিয়ে অসহায়দের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

তারা নিজস্ব রসদ থেকে বাঁচিয়ে ৫৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন,কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি, সেক্টর কমান্ডার বিজিবি, রাজশাহী ও মেজর মোঃ জাকারিয়া আজম, পিএসসি, ভারপ্রাপ্ত অধিনায়কসহ রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির বিভিন্ন সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *