সিলেট- ৩ আসনের উপ নির্বাচনের জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী আতিকুর রহামন আতিক কে জয়যুক্ত করার উদাত্ব আহ্বান জানিয়েছেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া।
তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেট- ৩ আসন সব সময় জাতীয় পার্টির দখলে ছিলো এ আসনের জনসাধারণ হোসাইন মুহাম্মদ এরশাদকে মনে প্রাণে ভালোবাসেন। ইতোপূর্বে এরশাদের আদর্শলালীতো মানুষ তা প্রমাণ করে দিয়েছেন, এবারও তা করে দেখিয়ে দেবেন বলে আশ্বাস প্রদান করেন।
তিনি এই সংকটময় মহুর্তে সকল নেতাকর্মীদের ধর্য ধারণ করে সকল হিংসা বিদ্বেশ ভূলে গিয়ে সহমর্মিমা ও সম্প্রতি বৃদ্ধির চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান এবং নেতাকর্মীদের নিজের জীবন সুরক্ষা রেখে স্বাস্থ্যবিধী মেনে সভা সমাবেশ করার বিশেষ অনুরোধ করেন।