ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
চট্টগ্রামে নতুন করোনা করে আক্রান্ত হয়েছেন ৫২৩ জন
Reporter Name

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণে চিকিৎসক, আইনজীবীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৩ জন।

চট্টগ্রামে এক দিনে এটি সর্বোচ্চ শনাক্ত। শুক্রবার রাতে নগরের মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসক ও  শনিবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তারা দু’জনেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

৬৫ বছর বয়সী চিকিৎসক আবদুল লতিফের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন। চাকরি সূত্রে একসময় মধ্যপ্রাচ্যে অবস্থান করলেও সর্বশেষ কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা দিতেন তিনি। এ নিয়ে করোনায় চট্টগ্রামে মোট ২০ জন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান বলেন, আবদুল লতিফ করোনা আক্রান্ত হওয়ার পর থেকে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে তার নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে। কিন্তু করোনার জটিলতা তিনি কাটিয়ে উঠতে পারেননি। এছাড়া তার হৃদরোগসহ আরও জটিলতা ছিল।৭০ বছর বয়সী আইনজীবী মাহফুজ উল আলমের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন বলেন, তিন সপ্তাহ আগে মাহফুজ উল আলমের করোনা ধরা পড়ে। আগে থেকে তার হার্টেরও অসুখ ছিল। ১৫ দিন ধরে জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝে কিছুটা সুস্থ হয়েছিলেন। দুই-তিন দিন আগে আবার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে আজ (শনিবার) মারা যান তিনি। এ নিয়ে চট্টগ্রামে ৩২ জন আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান তিনি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এক দিনে এটি সর্বোচ্চ শনাক্ত। এছাড়া গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর মধ্য দিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪১৪ জনে।

x