চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪ জন। এর মধ্যে উপজেলায় ৫ জন এবং নগরীতে ১ জন মারা গেছেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে ১ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪.৪৭। নতুন শনাক্ত রোগীর মধ্যে ৩৮ জন মহানগর এলাকায় এবং ৩৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬ জন। যাদের মধ্যে ৫ জন বিভিন্ন উপজেলায় এবং ১ জন চট্টগ্রাম নগরীতে।