লাখাইয়ে লকডাউন এর বিধি নিষেধ অমান্য করায় চার ব্যক্তির অর্থদণ্ড
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ও বুল্লা বাজারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে বাস্তবায়নে বৃহস্পতিবার ৫ এই আগষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে টহল দেয়া হয়েছে। এ সময় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করায় দন্ডবিধির, ১৮৬০ এঁর বিভিন্ন ধারায় ৪ জন ব্যক্তিকে মোট ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উক্ত বাজারসমূহের নিত্যপ্রয়োজনীয় দোকানপাটসমূহ মনিটরিং করার সময় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন তিিনি বলেন জনস্বার্থে টহল ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে
মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা ও অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন।