স্টাফ রিপোটার,ঈদগাঁওকক্সবাজার সদরে ঈদগাঁওতে অসহায়দের মাঝে আসন্ন মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
১০ই এপ্রিল সকাল ১১টায় ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়া এলাকায় অসহায়দের মাঝে এই সহায়তা প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,ঈদগাঁও থানা শাখা সাধারন সম্পাদক ও ঈদগাঁও প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম আবু হেনা সাগর। উপস্থিত ছিলেন, বৃহত্তর ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসিয়েশনের এডমিন ইমরান তাওহীদ রানা।
ইফতার সামগ্রীর মধ্য চনা,মুড়ি,চিনি,তৈল,খেজুর ও সাবান প্রদান করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন অসহায়রা। এছাড়া করোনা সংক্রমন রোধে এলাকার পথ চারীদের মাঝে কয়েক দফা মাস্কও বিতরন করা হয়েছে।
উল্লেখ্য, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক, বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটি এবং পথশিশু ব্লাড এসোসিয়েশন আজীবন সদস্য এম আবু হেনা সাগর বিগত বছরও করোনাকালীন সময়ে ত্রান, মাস্ক ও সাবান বিতরনের মধ্য দিয়ে এলাকার সাধারন মানুষের পাশে ছিলেন।