দক্ষিণ আফ্রিকায় সাত দিনে নোয়াখালী জেলার ৪ জন প্রবাসী মারা গেছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন, ক্যান্সারে ১ জন ও ডাকাতের হাতে খুন হয়েছেন ১ জন।
বুধবার (৪ আগস্ট) নিহতদের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৮ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে তারা মারা যায়।
জানা গেছে, গত ১৮ জুলাই নোয়াখালীর মাইজদীর এক বাসিন্দা দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। একই দিন দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে ইসলাম হোসেন নামে নোয়াখালীর এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। গত ২৬ জুলাই কেপটাউনে করোনা আক্রান্ত হয়ে নোয়াখালী জেলার মাইজদীর বাসিন্দা মেহেদী হাসান শিপলু প্রাণ-হারিয়েছেন।
এদিকে নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা গত ২৪ জুলাই পুমা লাঙ্গা প্রদেশের আমাসপোর্টে বোরহান উদ্দিন মানিক নামের একজন ডাকাতের হাতে খুন হন।