ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
বাউফলে সেতুর বেহাল দশা
রিয়াজ মাহমুদ, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাতব্বর বাজার ছ’মিল সংলগ্ন সেতুটির বেহাল দশা। দির্ঘ বছর ধরে সংস্কার না করায় সেতুটি বর্তমানে মরন ফাঁেদ পরিণত হয়েছে।
সরজমিনে দেখা যায়, প্রায় বিশ বছর পূর্বে কালিশুরী ও কনকদিয়া দুই ইউনিয়নের সীমান্তবর্তী মাইসাবাড়ি খালের ওপর নির্মিত সেতুটি বর্তমানে নড়বড়ে অবস্থা বিরাজ করছে। সেতুর মাঝখানের দুই স্থানে ঢালাই পড়ে গিয়ে রড বেরিয়ে ফাঁকা গেছে। চলাচলের জন্য স্থানীয়রা কাঠের টুকরা দিয়ে ওই ফাঁকা স্থান আটকে দিয়েছেন। পাশের রেলিংও ভেঙে পড়েছে।

স্থানীয় সমাজকর্মী মো. আব্বাস উদ্দিন বলেন, দির্ঘ বছর ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়ে আছে। সেতুটি স্থানীয় ভাবে খুবই গুরুত্বপূর্ণ। সেতুটি দিয়ে কালীশুরী ডিগ্রী কলেজ, সিটকা মহাসিন মাধ্যমিক বিদ্যালয়, সিটকা প্রথমিক বিদ্যালয় ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই ইউনিয়নের কয়েক হাজার জনগন প্রতিনিয়ত ঝুকি নিয়ে যাতায়াত করছেন। অথচ জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারো কোন পদক্ষেপ দৃশ্যমান না। তিনি জনস্বার্থে দ্রæত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবী জানান।
কালিশুরী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড রাজাপুর গ্রামের সদস্য (মেম্বার) নাছির উদ্দিন বলেন, পরিষদের অর্থায়নে সেতুটির রড বের হয়ে যাওয়া স্থানে কয়েকবার ঢালাই দেওয়া হয়েছিল। কিন্তু ভারী যানবাহান চলাচলের কারনে ঢালাই ধ্বসে পড়ে যায়। বর্তমানে সেতুটি মরণফাঁদের পরিণত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাউফল কার্যালয়ের প্রকৌশলী সুলতান হোসেন বলেন, সেতুটির জন্য বরাদ্ধ চেয়ে দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্ধ পেলেই সেতুটির কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

x