ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
মেহেরপুরের মুজিবনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
জাহিদ মাহমুদ, মেহেরপুর

মেহেরপুরের মুজিবনগরে বজ্রপাতে রকিবুল ইসলাম(৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ আগস্ট) বিকাল ৫ টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। রকিবুল ইসলাম উপজেলার নাজিরাকোনা গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানায়, নাজিরাকোনা মাঠে রকিবুল ইসলাম পাওয়ার টিলার নিয়ে কাজ করতে যাই। হঠাৎ বিকেলে বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে।

এ সময় রকিবুল ইসলাম আহত হয়। পরে মাঠের অন্য কৃষকেরা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বজ্রপাতের ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

x