করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে খুলনা বিভাগে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।
একই সময়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৯৬ জন।
আজ রবিবার (২২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। তিনজন মারা গেছেন ঝিনাইদহে। আর নড়াইল, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় মারা গেছেন দুইজন করে।
এর আগে গতকাল শনিবার (২১ আগস্ট) বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিলেন ২১১ জন।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা সংক্রমণের শুরু থেকে আজ রবিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন এক লাখ ছয় হাজার ৬৫৬ জন।
আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯১৯ জন। আর ৯২ হাজার ১৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।