ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ১৩ জনের মৃত্যু
খুলনা প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ১৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩০০ জনের। এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) মারা যান ১২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২৭৬ জনের।

বুধবার (২৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া যশোরে ও কুষ্টিয়ায় চারজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ৭ হাজার ৫২০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ৩৯১ জন।

One response to “গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ১৩ জনের মৃত্যু”

  1. Hey there I am so delighted I found your weblog, I really
    found you by accident, while I was searching on Google for something else, Anyways I am here now and would just like to say many
    thanks for a incredible post and a all round interesting blog (I also love the theme/design), I don’t have time to look over it all at
    the moment but I have bookmarked it and also included your RSS feeds,
    so when I have time I will be back to read much more, Please do
    keep up the awesome work.

Leave a Reply

Your email address will not be published.

x