উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর মাধ্যমে ঘর পেয়েছেন পাইকগাছার গড়ইখালী গ্রামের দুস্থ ও অসহায় মহব্বত-সালমা দম্পত্তি। বুধবার সকালে নতুন নির্মিত ঘরটি পরিদর্শন করেন ইউএনও খালিদ হোসেন। উল্লেখ্য উপজেলার সুন্দরবন সংলগ্ন গড়ইখালী গ্রামের মহব্বত ও সালমা এমন এক অসহায় দম্পত্তি যাদের মাথা গোজার কোন ঠাই ছিলনা। পরিবার পরিজন নিয়ে ঝড় বৃষ্টির মধ্যেই বাসকরতো এই দম্পত্তি। বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি বিষয়টি জানার পর মহব্বত-সালমা দম্পত্তির জন্য একটি টিনের ঘরের ব্যবস্থা করেন।
প্রয়োজনীয় টিন এবং আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও খালিদ হোসেন। ইউএনওর কাছ থেকে পাওয়া টিন ও অর্থ দিয়ে গড়ইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরুর তত্বাবধায়নে মহব্বত-সালমা দম্পত্তির জন্য নির্মাণ করা হয় চমৎকার একটি টিনের ঘর। যে ঘরে বর্তমানে পরিবার পরিজন নিয়ে বসবাস করেছে অসহায় মহব্বত-সালমা দম্পত্তি। সুন্দর একটি ঘরের ব্যবস্থা করায় অসহায় এ দম্পত্তি উপজেলা নির্বাহী অফিসার এবিএম খলিদ হোসেন সিদ্দিকী ও প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরুর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।