ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
গলাচিপায় রুহুল হত্যার প্রধান দুই আসামী গ্রেফতার
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী)

সংবাদদাতা পটুয়াখালীর গলাচিপায় রুহুল হত্যা মামলার প্রধান দুই আসামীকে ৩৩দিন পর গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বুধবার রাতে জানান, রুহুল হত্যা মামলার প্রধান আসামী ব্রা²ণবাড়িয়ার মেড্ডা থেকে মো. মিরাজ মীরকে এবং দুই নম্বর আসামী জসিম মীরকে ফেনির মহিপাল থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়। আসামীদের গ্রেফতার অভিযানে গলাচিপা থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শাহেদ চৌধুরীর নেতৃত্ধেসঢ়;¦ ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম, এসআই মো. তারেক মাহমুদ ও এএসআই দিবাকর চন্দ্র দাস অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৫ জুন গলাচিপার ডাকুয়া ব্রীজ বাজারে মিরাজ মীর ও তার বাবা জসিম মীরের নেতৃত্বে অর্ধ শতাধিক সন্ত্রাসী চায়ের দোকানে ঢুকে রুহুল আমিন মীরকে পিটিয়ে গুরুতর আহত করে। ওই দিনই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নেওয়ার পথে রুহুল মারা যান। পরের দিন নিহতের স্ত্রী মোসা. নাজমুন নাহার বাদী হয়ে এজাহারভুক্ত ২৬জন ও অজ্ঞাত ২৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২৬ জুন ৬জন আসামীকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published.

x