ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নিখোঁজের ৪ দিন পর স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর খাল থেকে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচরী স্বস্থাল এলাকার হাবিব বেপারীর বাড়ির পাশের খাল থেকে মোয়াজ্জেম সরদার (৪৮) ও মোকসেদা বেগম (৩৮) এর লাশ উদ্ধার করা হয়।

আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্য নান্নু বেপারী জানান, গত সোমবার ৫ এপ্রিল রাত থেকে মোয়াজ্জেম সরদার ও মোকসেদা বেগমকে পাওয়া যাচ্ছিল না। এরপর আজ শুক্রবার তাদের লাশ উদ্ধার করা হলো।

তিনি আরও জানান, নিহতদের সন্তান সাঈদ সরদার (২৫) তাদের এলাকার জিয়াউল হত্যা মামলার সাক্ষী।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক জানান: নিহতের মেয়ে জামাই ইমরান বাদী হয়ে গত বুধবার কালকিনি থানায় স্বামী-স্ত্রী নিখোঁজের বিষয়ে একটি মামলা দায়ের করেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করছি। নিউজ সোর্সঃ স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *